কিংবদন্তী ও তারপর ...
বিশেষজ্ঞেরা মনে করেন খনার আনুমানিক সময়কাল ৮০০ থেকে ১১০০ খ্রিস্টাব্দ। সেক্ষেত্রে বরাহ বা মিহিরের সঙ্গে খনার সম্পর্ক নিয়ে বিরোধ তৈরী হয়। কারণ, ঐতিহাসিকেরা বলছেন বরাহের জীবৎকাল ৫০৫ থেকে ৫৮৭ খ্রিস্টাব্দ। কাজেই, তিনশো বছরের ব্যবধানে কোনও দুইজনের মধ্যে পারিবারিক সম্পর্ক থাকাটা কার্যত অসম্ভব। ... খনা কি বৈজ্ঞানিক ? নাকি কেবলই ছড়াকার, বরাহের পুত্রবধূ – নাকি অটনাচার্যের কন্যা ? ফিরে দেখা, জ্যোতির্বিদ খনার সময়কে ... নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক। (পর্ব ৩)
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 19 May, 2024 | 1081 | Tags : astronomer khanaa weather science agro-science series on female scientists